শিক্ষাঙ্গন
চান্দিনায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন

চান্দিনায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন
।। মো. শরীফুল ইসলাম।।
কুমিল্লার চান্দিনায় অসহায় ও দুঃস্থদের মাঝে উন্নত খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম এর উদ্যোগে শুক্রবার (৩ জুন) সকালে ‘দাওয়াতে ফিসাবিলিল্লাহ্’ নামের একটি সমাজ সেবামূলক সংগঠনের মাধ্যমে ওই কার্যক্রম চালু হয়। এ উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও মুনাজাত হয়। প্রতি শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চান্দিনা পশ্চিম বাজার হাজী আলী ম্যানশনে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ এর পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া, চান্দিনা বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাহারুল ইসলাম বাহার, আওয়ামীলীগ নেতা সাজেদুল ইসলাম বাবুল, মো. জসিমুজ্জামান ভূইয়া, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, যুবলীগ নেতা মো. ইউনুস, মো. মিজানুর রহমান প্রমুখ।





