জাতীয়
গাড়িতে হকারদের বিক্রিত শসা ক্রেতাদের নিকট “কচি” হিসেবে উপস্থাপনের জন্য কৃত্রিম সবুজ রং ব্যবহার

#দৃষ্টি_আকর্ষণ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ড ও বাজার এলাকার বিভিন্ন গাড়িতে হকারদের বিক্রিত শসা ক্রেতাদের নিকট “কচি” হিসেবে উপস্থাপনের জন্য কৃত্রিম সবুজ রং ব্যবহার করা হচ্ছে। আজ এক বাসে দুইজন শসা বিক্রেতার দুইজনের কাছেই কৃত্রিম সবুজ রংমিশ্রিত শসা দেখতে পেলাম। দুইজনই জিজ্ঞাসাবাদে রংমিশ্রণের কথা স্বীকারও করলেন।
সহজেই অনুমান করা যায়, এ পরিস্থিতি নিশ্চয়ই শুধু গৌরিপুরেই বিরাজমান নয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন ও সংবাদকর্মীরা সুযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করছি।
সাধারণ ভোক্তাগণেরও সতর্কতা অবলম্বন জরুরি।





