অপরাধ
চান্দিনায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় ৩ জন আটক

চান্দিনায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় ৩ জন আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় ৩ চোর কে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। শুক্রবার রাত আড়াইটায় চান্দিনা পৌরসভার বেলাশ্বর কচুয়ারপাড় গ্রামে ওই ঘটনা ঘটে।
আটকৃতরা হলেন- উপজেলার মহারং গ্রামের ইয়াছিন বাবুর্চির ছেলে মো. রবিউল হাসান (১৮), বাগুর গ্রামের শাহাদাত হোসেন এর ছেলে মো. মামুন হোসেন (২৩) ও হারং গ্রামের আবদুল ওহাব এর ছেলে মো. এমদাদুল হক মিলন (২৪)। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে আটককৃতদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, বেলাশ্বর কচুয়ারপাড় নুরুল ইসলামের বাড়ীর দক্ষিণ পাশে রাস্তার উপর থাকা বৈদ্যুতিক পোল হতে ০৫ কেভি ধারনক্ষমতার ১টি ট্রান্সফরমারের কোর কয়েল চুরি করাকালীন সময় তাদের আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে থানায় খবর দিয়ে পুলিশে সোপর্দ করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন- কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষ থেকে এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।





