চান্দিনাশিক্ষাঙ্গন

চান্দিনার মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

চান্দিনার মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

আকিবুল ইসলাম হারেছ,চান্দিনা :

কুমিল্লা চান্দিনার ঐতিহ্যবাহী মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৫ টায় ওই বিদ্যালয়ের হলরুমে স্কুলের আমরা একযুগ, ৮৮-৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এসোসিয়েশন ওই ইফতার মাহফিল আয়োজন করে।

ইফতার মাহফিলে ১৯৮৮ ব্যাচ শিক্ষার্থী ও আমরা একযুগ, ৮৮-৯৯ প্রাক্তন শিক্ষার্থী এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্বনামধন্য শিক্ষক মো.মনিরুল ইসলাম মধু।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক আব্দুল মমিন সরকার, সাবেক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল মান্নান ভূইয়া, বাংলাদেশ রেলওয়ের সাবেক পরিচালক আব্দুল আউয়াল, মাধাইয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আ.খালেক প্রমুখ।অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.মজিবুর রহমান।

বক্তারা বলেন,আজ ইফতার মাহফিল অনেক সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।আগামীতে অনেক বড় ধরনের প্রোগ্রাম হাতে নেওয়ার কথা মতামত প্রকাশ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ১৯৯২ ব্যাচের শিক্ষার্থী ও আমরা একযুগ, ৮৮-৯৯ প্রাক্তন শিক্ষার্থী এসোসিয়েশনের সদস্য সচিব কেএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনের প্রভাষক মোসা. তাহমিনা আক্তার,আমরা একযুগ সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর আ.আউয়াল ভুইয়া,যুগ্ম আহ্বায়ক মো.মফিজুল ইসলাম,সংগঠনের সদস্য মজিবুর রহমান, সদস্য মো.মঞ্জুরুল ইসলাম,সদস্য মো.জসীম উদ্দিন,সদস্য কেএম তমিজ উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী নাজমা আক্তার নাজু,মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি চন্দন কুমার সাহা,বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী মনিরুল ইসলামসহ ওই স্কুলের শিক্ষক ও প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে আমরা একযুগ, ৮৮-৯৯ ব্যাচ প্রাক্তন শিক্ষার্থী এসোসিয়েশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও অধ্যায়নত শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত ও কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী সার্বিক মঙ্গল কামনায় এবং মরহুম শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker