চান্দিনা

চান্দিনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চান্দিনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আকিবুল ইসলাম হারেছ:

কুমিল্লার চান্দিনা উপজেলায় ভ্রাম্যমান আদালতের বাজার তদারকি অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) উপজেলার মাধাইয়া বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.জিয়াউল হক মীর ও সহকারি কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম অভিযান পরিচালনাকালে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করেন।এসময় চান্দিনা থানা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রে।

জানা যায়,মাধাইয়া বাজারে অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত ও দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকায় মেসার্স সালাম মিষ্টান্ন ভাণ্ডার ও মেসার্স আব্দুল কাদের স্টোর কে ১ হাজার করে মোট ২ হাজার টাকা জ‌রিমানা করেন ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর।

অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) রাকিবুল ইসলামের নেতৃত্বে অভিযানে একই অভিযোগে আরো দুইটি প্রতিষ্ঠানকে ১ হাজার ও ৫শ করে মোট ১৫শ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জিয়াউল হক মীর জানান, রমজানে বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার মাধাইয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।অর্থদণ্ডের পাশাপাশি বাজারের অন্য দোকানি/প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়েছে।রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান চলমান থাকবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker