কুমিল্লা সদর
কুমিল্লা বালুতুপায় ১০হাজার ইয়াবা মটর সাইকেলসহ ১জন আটক।

কুমিল্লা বালুতুপায় ১০হাজার ইয়াবা মটর সাইকেলসহ ১জন আটক।
কুমিল্লা চকবাজার পুলিশ ফাঁড়ি’র বিশেষ অভিযানে এস.আই মফিজ বালুতুপা থেকে ১০,০০০(দশ হাজার) পিস ইয়াবাসহ একটি মটর সাইকেল এবং ১জন আটক। আটককৃত ব্যক্তি বালুতুপা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মো: রাকিবুল হাসান রিয়াদ (২০) কে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করন।