কুমিল্লা সদর

কুমিল্লায় পুকুর ভরাটের অভিযোগে ২০হাজার টাকা জরিমানা।

কুমিল্লায় পুকুর ভরাটের অভিযোগে ২০হাজার টাকা জরিমানা।

।।সোহেল রানা।।

পরিবেশ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের অভিযানে অবৈধ ভাবে ২টি পুকুর ভরাটের অভিযোগে পকুর মালিক কে ২০হাজার টাকা জরিমানা ও ভরাটকৃত মাটি অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপরে জেলা সদরের সংরাইশ ও চম্পকনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও থানা পুলিশ সহায়তায়, মাটি ফেলে পুকুর ভরাট করায় আদর্শ সদর উপজেলার সংরাইশ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আংশিক পুকুর ভরাট করায় পুকুরের মালিককে নগদ ১০ হাজার টাকা জরিমানা আরোপ পূর্বক নগদ আদায় করা হয়েছে। এছাড়া একই উপজেলার চম্পকনগরে আংশিক পুকুর ভরাট করায় আরও একজন পুকুর মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ পূর্বক নগদ আদায় করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শওকত আরা কলি জানান, সেই সাথে অনতিবিলম্বে পুকুরের ভরাটকৃত মাটি অপসারণের নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এরূপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানা তিনি।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker