চান্দিনা

নিমসার – বরুড়া সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হওয়ায় দুর্ভোগ চরমে।

জন দুর্ভোগ….।
নিমসার – বরুড়া সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হওয়ায় দুর্ভোগ চরমে।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার থেকে পাশ্ববর্তী বরুড়া উপজেলা সদরে যোগাযোগের অন্যতম প্রধান সড়কটির আড়াই কিলোমিটার অংশে অসংখ্য খানাখন্দক সৃষ্ট হওয়ায় চরম ঝুঁকিতে চলাচল করছে বিভিন্ন শ্রেনীর যানবাহন। প্রতিদিন এই সড়ক পথে শত শত ট্রাক,কাভার্ডভ্যান,পিক-আপ,সিএনজি চলাচল করলেও সড়কটি সংস্কার কাজ চলছে ধীরগতিতে। ফলে দুর্ভোগ বাড়ছে যানবাহন চালকসহ যাত্রীদের।
সরেজমিন ঘুরে স্থানীয় বিভিন্ন সুত্রে পাওয়া তথ্যে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার থেকে পাশ্ববর্তী বরুড়া উপজেলা সদরে যাওয়ার এই সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত। ঢাকা থেকে কুমিল্লা হয়ে বরুড়া উপজেলা সদরে বাস যোগে পৌঁছতে দীর্ঘ প্রায় ৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এঅবস্থায় বরুড়া উপজেলা সদরসহ কেমতলী,আদমসার, মগুজি , বিক্রমপুর ,কসমি, শাহপুর হয়ে বরুড়াছাড়াও চান্দিনা উপজেলার খোঁশবাস, বাগতলী, রামমোহন,সদর উপজেলার জাঙ্গালীয়া, কৃষœপুর, মনশাসন,কাবিলা,কালিবাজার,ধনুয়াখোলা,নিমসার সংলগ্ন মোকাম, কেদারপুর, পাচকিত্তা, হালগাঁও গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। নিমসার কাঁচাবাজার থেকে তরকারীবোঝাই কমপক্ষে শতাধিক মিনি ট্রাক প্রতিদিন ্ওইে সড়ক ব্যবহার কওে জেলার বিভিন্ন স্থানেও যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বুড়িচং অংশের নিমসার বাজার থেকে কেদারপুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার অংশের প্রায় পুরোটাজুড়েই অসংখ্য খানাখন্দক সৃষ্ট হওয়ায় যানবাহন চলাচল করছে চরম ঝুঁকিতে। স্থানীয় ব্যবসায়ী শাহজালাল,জাকিরসহ একাধিক লোক জানান, সড়কটির মাঝে খানাখন্দক থাকায় প্রায়ই উল্টে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বৃষ্টিতে পানি জমে থাকায় সড়কটির পাশ দিয়ে পথচারীরা হাটাচলা করতে পারছেনা। দীর্ঘ সময় ধরে এই অবস্থার কারণে প্রতিদিনই বাড়ছে দুর্ভোগ। এদিকে বেশ কিছুদিন ধরে সড়কটির নির্মান কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে কাজটি শেষ হচ্ছেনা।
বিষয়টি জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী রেজা-ই রাব্বী বলেন, সড়কটির দু’পাশে থাকা দোকান,বাসা-বাড়ি উচুঁ হওয়ায় যেমন বৃষ্টিতে পানি জমে রাস্তা ক্ষতি হচ্ছে,তেমনি সড়কের পাশে রয়েছে জলাশ,জমি,মৎস্য খামার। এঅবস্থায় প্রয়োজন রিটার্নিং দেয়াল নির্মান এবং সড়কের উপর মাটি ফেলে উচুঁ করা। কিন্তু দরপত্রে সেই বরাদ্দ না থাকায় এবং অতি বৃষ্টির কারণে ঠিকাদার বর্তমানে কাজ বন্ধ রেখেছে। তিনি আরো বলেন, বৃষ্টি কমে গেলে শিঘ্রই আবারো সড়কের কাজ শুরু হবে। উল্লেখ্য বুড়িচংয়ের নিমসার থেকে বরুড়া উপজেলা সদরটির দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker