চান্দিনা
চান্দিনায় ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চান্দিনায় ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
আকিবুল ইসলাম হারেছ:
কুমিল্লার চান্দিনা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে উপজেলা পৌর বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আছাদুর ইসলাম অভিযান পরিচালনাকালে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করেন।এসময় স্যানিটারি ইন্সপেক্টর নীলনাড়া ইয়াছমিন,ক্যাব সদস্য সাইফুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।
অভিযোগ সূত্রে জানা যায়,চান্দিনা উপজেলা প্রশাসনের সার্বিক দিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আছাদুল ইসলাম এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন।এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে মেসার্স গাউছিয়া হোটেলকে ৩ হাজার টাকা, অন্যায্য দামে তরমুজ বিক্রি করায় রমিজ মিয়ার ফলের দোকানকে ১ হাজার টাকা, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করায় মাস্টার মেডিকেল হলকে ৫ হাজার এবং ভোক্তাকে প্রতিশ্রুত মিষ্টি সরবরাহ না করায় মদিনা ফুড ও বেকারিকে ৩ হাজার টাকাসহ মোট ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লা জেলা সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, রমজানে বাজার তদারকির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে চান্দিনার মেসার্স গাউছিয়া হোটেলকে ৩ হাজার টাকা, অন্যায্য দামে তরমুজ বিক্রি করায় রমিজ মিয়ার ফলের দোকানকে ১ হাজার টাকা, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করায় মাস্টার মেডিকেল হলকে ৫ হাজার এবং ভোক্তাকে প্রতিশ্রুত মিষ্টি সরবরাহ না করায় মদিনা ফুড ও বেকারিকে ৩ হাজার টাকাসহ মোট ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় বেশি দামে রড ও সিমেন্ট বিক্রি হচ্ছে কিনা তদারকি করা হয়।
তিনি আরও বলেন,অর্থদণ্ডের পাশাপাশি বাজারের অন্য দোকানি/প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়েছে।রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান চলমান থাকবে।





