জাতীয়

কচুয়ায় প্রথম করোনা রোগী সনাক্ত। মোট রোগীর সংখ্যা ২ জন।

কচুয়ায় প্রথম করোনা রোগী সনাক্ত। মোট রোগীর সংখ্যা ২ জন। একজন ঢাকা থেকে করোনা নিশ্চিত হয়ে কচুয়ায় এসে হোম আইসোলেশনে রয়েছেন। অন্যজন

কচুৃয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়ার ষ্টাফ নার্স মর্জিনা আক্তার। বর্তমানে তিনি তার সাচারের বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

৫ই মে পরিক্ষার জন্য তিনি চাঁদপুরে নমুনা দিয়ে আসলে ৭ই মে তার রিপোর্ট কভিড ১৯ (করোনা ভাইরাস) পজিটিভ আসে।

বর্তমানে তার বাসস্থান সাচার বাজারের রেনেসাঁ প্রাইভেট হাসপাতাল এর বাসভবনটি লকডাউন করা হয়েছে। ৭ মে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তার বাসা লকডাউন করে আসেন।

এবং রিপোর্ট লিখা পর্যন্ত কচুয়া উপজেলায় ২ জন করোনা রোগী অবস্থান করছেন।

উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান, দুইজন করোনা আক্রান্তের বাসস্থান লক ডাউন করা হয়।

আক্রান্তদের নিজ বাসস্থানে থাকার জন্য অনুরোধ করা হয় এবং তাদেরকে কিছু উপহার পৌঁছে দেওয়া হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker