জাতীয়শিক্ষাঙ্গন

ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ,গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ,গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আকিবুল ইসলাম হারেছঃ

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ পরিষদ’ এর উদ্যোগে নবীন বরণ, গুনীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রাখা স্বনামধন্য গুনীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এইচ এম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত এমপি ।

বিশেষ অতিথি ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.নাজমুল আহসান কলিম উল্লাহ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিউক্যাল কেমেস্ট্রি বিভাগের অধ্যাপক মেহেদী মাসুদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ বিভাগের ডিন অধ্যাপক ড.পরিমল কান্তি বিশ্বাস,সহকারী অধ্যাপক ড.আনিসুর রহমান,সহকারি রেজিস্টার কৃষিবিদ ইবরাহিম খলিল খান,বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. শাহ আলম সরকার,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক আব্দুল মমিন সরকার, চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.নাজমুল আহসান মজুমদার রিপন,কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফর রেজা খোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রাক্তনদের কর্মক্ষেত্রে সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা।সংগঠনের সাধারন সম্পাদক রায়হান হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ সচিবালয়ে সাবেক সচিব আনোয়ারা বেগম,ঢাকাস্হ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার এ এইচ এম জাকির হোসেন সিকদার, সহকারী অধ্যাপক বিএসএমএমইউ, ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড এর ম্যানেজার অপারেশন মোঃ নুরুল ইসলাম তুহিন,বাংলাদেশ পাট গবেষণা প্রতিষ্ঠান সিনিয়র সায়েন্টিফিক অফিসার কৃষিবিদ জাকির হোসেন,,চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মোঃ নুরুল ইসলাম,বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা কোর্টের জজ নেয়ামুল আনাম বিশ্বাস, বাংলাদেশ পানি উন্নন বোর্ড সহঃ-পরিচালক মোঃ ছাদেকুর রহমান ,,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান, সদস্য নাজনীন আক্তার, চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি শাহ সেলিম প্রধান চেয়ারম্যান, ব্যবসায়ী শামীম হোসেন, চান্দিনা উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এডভোকেট মহিউদ্দিন, পৌর কাউন্সিলর আবু কাউছারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চান্দিনা উপজেলার শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধকে অটুট রাখতেও কাজ করছে এ সংগঠন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker