শিক্ষাঙ্গন
প্রোগ্রামিং ইন স্কুলের আওতায় চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়

প্রোগ্রামিং ইন স্কুলের আওতায় চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
আকিবুল ইসলাম হারেছঃ
কুমিল্লার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আইসিটি লার্নিং সেন্টারকে উপজেলার ২য় প্রোগ্রামিং ইন স্কুল হিসেবে অন্তর্ভুক্ত করেছে উপজেলা প্রশাসন। বুধবার(৬ এপ্রিল) কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসানের নির্দেশনায় ওই আইসিটি লার্নিং সেন্টারকে প্রোগ্রামিং ইন স্কুলের আওতায় এনে শিক্ষার্থীদের প্রোগ্রামিং শিখার সেন্টার ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, সহকারী প্রোগ্রামার ব্যানবেইস মো. সালাউদ্দিন,চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এমদাদুল হক,সহকারী শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক দিপালী রানী সরকার,কম্পিউটার অপারেটর জহিরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর বলেন, ইন্টারনেটে অনেক অনলাইন কোর্সের ভিডিও টিউটরিয়াল দেখে অনেক কিছু শেখা সম্ভব; যদিও সব সময় সেগুলো ধারাবাহিকভাবে পাওয়া যায় না, বুঝতে কষ্ট হয়। বাংলা ভাষায় খুব সহজভাবে প্রোগ্রামিং শেখা যাবে প্রোগ্রামিং ইন স্কুলের মাধ্যমে।
তিনি আরো বলেন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগ্রহ থাকা সত্ত্বেও মানসম্মত শিক্ষা পাচ্ছেন না।যেসব স্কুলে ল্যাব আছে আমরা শিক্ষার্থীদের সেই অভাব পূরণ করে প্রোগ্রামিংয়ে তাঁদের ভিতটা শক্ত করতে চাই।ডিজিটাল ও উন্নত চান্দিনা গঠনে সবার সহযোগিতা কামনা করি।’
এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ৩০ মার্চ ১ম প্রোগ্রামিং ইন স্কুল হিসেবে চান্দিনার কেরনখাল স্কুল এন্ড কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রোগ্রামিং সিস্টেম চালু করা হয়েছে।এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কম্পিউটার ল্যাবে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫০ জন অংশগ্রহণকারী নিয়ে রোবটিক্স ও প্রোগ্রামিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। কম্পিউটার ল্যাব আছে চান্দিনার এমন সকল প্রতিষ্ঠানেই প্রোগ্রামিং ইন স্কুল চালু করা হবে।





