খেলাধুলা

ডারবান টেস্টে যে রেকর্ডে খালেদ প্রথম

ডারবান টেস্টে হারের জন্য ব্যাটসম্যানরাই দায়ী

সদ্য শেষ হওয়া ডারবান টেস্টে খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। আফ্রিকার মাঠে দুর্দান্ত বোলিংয়ের পরও কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে ২৭৪ রান তাড়ায় ২২০ রানেই হেরে যায় বাংলাদেশ।

ডারবানে মাত্র ৫৩ রানে অলআউট হয় টাইগাররা। এই মাঠে এর আগে ১৯৯৬ সালে ৬৬ রানে অলআউট হয়েছিল ভারত।

ডারবান টেস্টে হারের জন্য ব্যাটসম্যানরাই দায়ী।

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় টেস্টে পেয়ার বা জোড়াশূন্য পেলেন খালেদ আহমেদ। টেস্টে একাধিকবার জোড়াশূন্য পাওয়া সপ্তম বাংলাদেশি তিনি।

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ তিনবার জোড়াশূন্য দেখেন সাবেক তারকা ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম।

এশিয়ার বাইরে এই প্রথম বাংলাদেশের ইনিংসের ১০টি উইকেটই পেলেন প্রতিপক্ষের স্পিনাররা। সব মিলিয়ে টেস্টে পাঁচবার বাংলাদেশ স্পিনারদের ১০ উইকেট দিয়েছে।

Source: স্পোর্টস ডেস্ক  

Tags
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker