চান্দিনা

আওয়ামীলীগ কোন দিন স্বাভাবিক ভোটে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নির্বাচিত হয় নাই

‘‘আওয়ামীলীগ কোন দিন স্বাভাবিক ভোটে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নির্বাচিত হয় নাই ’’
– ড. রেদোয়ান

।। মাসুমুর রহমান মাসুদ।।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- ‘আমরা যে কারণে দেশ স্বাধীন করেছিলাম তা এখনো বাস্তবায়ন হয় নাই এবং আওয়ামীলীগ কোন দিন স্বাভাবিক ভোটে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নির্বাচিত হয় নাই।’’

বুধবার (৩০ মার্চ) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন- ‘আমরা ৭১ সালে দেশ স্বাধীন করেছিলাম আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে। আমাদের মূলমন্ত্র ছিল সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আজকে এগুলো কোথায়, দেশের অর্থনৈতিক মুক্তি কোথায় ?’

অনুষ্ঠানে মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ অধ্যক্ষ মো. আবু তাহের এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন – কুমিল্লা উত্তর জেলা এলডিপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কে.এম শামছুল হক মাস্টার, উপজেলা এলিডিপি সাংগঠনিক সম্পাদক ও বাতাঘাসী ইউপি সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিরাজ।

এসময় বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, রফিকুল ইসলাম, মো. শাহজাহান সিরাজ কে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি মো. সাখাওয়াত হোসেন সাক্কু’র সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ অধ্যক্ষ মো. নূরুল ইসলাম, মো. মোয়াজ্জেম হোসেন, প্রভাষক মো. গিয়াস উদ্দিন, জামসেদ আহমেদ জাকি, ছাত্রদল নেতা মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

সংগ্রহীত, সিএসনিউজ

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker