খেলাধুলা

জোয়াগ জুনিয়র ফুটবল একাদশ ০৩;গোলে বিজয়ী সিনিয়র ফুটবল একাদশ রানার্সআপ।

উত্তর জোয়াগ জুনিয়র ফুটবল একাদশ ০৩;গোলে বিজয়ী সিনিয়র ফুটবল একাদশ রানার্সআপ।

জোয়াগ প্রতিনিধি।,

কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুবসমাজের উদ্দ্যেগে জোয়াগ পশ্চিমপাড়া এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়,উক্ত ফুটবল খেলায় অংশ গ্রহন করেন দুই শক্তিশালী দল উত্তর জোয়াগ সিনিয়র ফুটবল একাদশ বনাম উত্তর জোয়াগ জুনিয়র ফুটবল একাদশ।

৯০ মিনিটের খেলায় দুই শক্তিশালী দল ০৫-০৫ গোল করেন,অবশেষে ট্রাইব্রেকারে উত্তর জোয়াগ জুনিয়র ফুটবল একাদশের গোলকিপার এর অসাধারণ খেলায় ০৩ গোলে বিজয়ী হয়,উক্ত খেলাটি পরিচালনা করেন মোঃ কাউসার আহমেদ,খেলা শুরু হওয়ার আগে মাঠপ কানায় কানায় দর্শকে পূরিপূর্ণ হয়ে যায়,

প্রীতি ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে পুরুষ্কার বিতরণ করেন জনপ্রিয় চান্দিনার অনলাইন নিউজ পোর্টালের ব্যাবস্থাপনা পরিচালক ওমর ফারুক।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker