চান্দিনা

চান্দিনায় ভাইয়ের বাইক থেকে ছিটকে পড়ে বোনের মৃত্যু

ভাইয়ের বাইক থেকে ছিটকে পড়ে বোনের মৃত্যু

জেএসসি পরীক্ষা শেষ। ভাইয়ের সাথে ঢাকায় গিয়ে বেড়ানোর শখ ছোট বোন ওমামা জোয়ার্দারের। বাইকের পিছনে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা। হঠাৎ এক পথচারী মহাসড়ক পারাপারের চেষ্টা।

ওই পথচারীকে বাঁচাতে মোটরসাইকেল এর ব্রেক কষতেই বড় ভাই মামুন জোয়ার্দারের বাইকের পিছন থেকে ছিঁটকে পড়ে একমাত্র ছোট বোন ওমামা জোয়াদ্দার (১৪)। পিছন থেকে ছুটে আসা ঘাতক বাস পিষে দেওয়ায় ঢাকায় বেড়ানোর স্বপ্ন ভাঙ্গে ওমামা’র।

ঘটনাটি ঘটেছে রবিবার (৫ ডিসেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায়।

নিহত ওমামা জোয়ার্দার মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোনটাকা গ্রামের জাহাঙ্গীর জোয়ার্দারের মেয়ে। দুই ভাইয়ের একমাত্র বোন ওমামা। পিতার ফিডমিল ব্যবসার সুবাদে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এখন তাদের বসবাস। কুমিল্লার মনোহরগঞ্জ ও নোয়াখালীর সোইনমুড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাস করার ফলে সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দেয় ওমামা।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker