চান্দিনা

এমন প্রচারণায় সমালোচনার ঝড় উঠেছে ফেইসবুকে,

এমন প্রচারণায় সমালোচনার ঝড় উঠেছে ফেইসবুকে,

 

জোয়াগ ইউনিয়ন নবনির্বাচিত ছাত্রলীগের ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোকাহত ব্যানার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়ে যেখানে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষণা করেছে জাতীয় শোক দিবসে নিহত শহীদদের চবি থাকবে ব্যাক্তি বিশেষ কাহারো চবি থাকতে পারবেনা এইটা জানার পরও তারা তাদের চবি দিয়ে এমন পোস্টারে প্রচার হতভম্ব রাজনৈতিক মহল,অভিযোগ আছে জোয়াগ ইউনিয়ন নবনির্বাচিত ছাত্রলীগের কমিটি তে স্থান করে নিয়াছে অছাত্র,প্রবাসী,নৌকা বিরুদ্ধে বিগত দিনে কাজ করা সহ অসংখ্য অভিযোগ, দ্রুততম সময়ের মধ্যে আমরা আসছি বিশেষ প্রতিবেদন নিয়ে,চোখ রাখুন এবং বিস্তারিত জানুন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker