জাতীয়

‘তুই যদি ৫০ লাখ টাকা দেস, তাইলে তোরে ক্রসফায়ার দিমু না’ ব্যবসায়ীকে ওসির হুমকি

তুই যদি ৫০ লাখ টাকা দেস- ‘পুলিশ রাত আড়াইটার দিকে আমাকে আমার বাসা থেকে তুলে নিয়ে যায় এবং আমারে তাঁরা অত্যাচার করার পর বলছে যে, তোরে ক্রসফায়ার করমু।যদি তুই ৫০ লাখ টাকা দেস, তাইলে তোরে ক্রসফায়ার দিমু না। আমি কইছি, স্যার আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না।’ কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঠিকাদার ব্যবসায়ী জাহিদুল ইসলাম স্বপন।ব্যবসায়ী স্বপনের অভিযোগ, ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) সাধন বসাক।জমি নিয়ে ঘটনার সূত্রপাত। এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গত বৃহস্পতিবার স্বপন আদালতে একটি মামলাও দায়ের করেছেন। আদালত মামলাটি পুলিশ সুপারের (এসপি) বা সহকারী পুলিশ সুপারের (এএসপি) পদমর্যাদার কাউকে দিয়ে তদন্ত করানোর নির্দেশ দিয়েছেন। তবে ওসি অভিযোগ অস্বীকার করেছেন।আদালতে করা মামলায় স্বপন উল্লেখ করেন, সোনারগাঁও উপজেলার দত্তপাড়া এলাকায় প্রায় ১০ কোটি টাকা মূল্যের তাঁর একটি জমি রয়েছে। জমি থেকে তাঁকে সরিয়ে দিতে চাইছে, মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান শানিক বয়েল পলিমার লিমিটেডের মালিকপক্ষ। এটা নিয়েই তাদের সঙ্গে বিরোধ ছিল স্বপনের।ওই প্রতিষ্ঠানের পক্ষ হয়ে গত ৭ অক্টোবর মধ্য রাতে সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ জাহিদুল ইসলাম স্বপনকে তাঁর বাড়ি থেকে হাত-পা এবং চোখ বেঁধে তুলে নিয়ে যান।মামলার বর্ণনায় বলা হয়, পরে তাঁকে থানার একটি কক্ষে আটকে রেখে নির্যাতন চালান এই দুই পুলিশ কর্মকর্তা। ওই সময় ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাক জমিটি ছেড়ে না দিলে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকি দেন।ঠিকাদার জাহিদুল ইসলাম স্বপনকে বাড়ি থেকে তুলে এনে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন ওসি মোরশেদ আলম। ওই জমি নিয়ে আদালত থেকে ১৪৪ ধারা জারি করা আছে বলে তিনি দাবি করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker