অপরাধ

কাবিননামা জালিয়াতি ও শপথ নিয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় আদালতের স্বপ্রণোদিত মামলায় কাজী গ্রেফতার

গাইবান্ধায় কাবিননামা জালিয়াতি ও শপথ নিয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় আদালতের স্বপ্রণোদিত মামলায় কাজী গ্রেফতার

গাইবান্ধার সাঘাটা পারিবারিক আদালতে দায়েরকৃত পারিবারিক ১২/১৭ নং মামলায় কাবিননামার মূল ভলিউমে পাতা পরিবর্তন করে জালিয়াতি ও শপথ নিয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদান করায় সাঘাটা পারিবারিক আদালতের বিচারক জনাব কাউসার পারভীন নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা দায়ের করেন।

গাইবান্ধা সদর আমলী আদালতে দায়েরকৃত উক্ত ৬২৩/২০ সিআর মামলার প্রধান আসামী গাইবান্ধা পৌরসভার ৩ নং ওয়ার্ড এর কাজী মোহাম্মদ আলী প্রামানিককে গতকাল সদর থানা পুলিশ বাসস্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, পারিবারিক মামলায় কাবিনমামার মূল রেজিষ্ট্রার জাল করে আদালতে শপথ পূর্বক মিথ্যা সাক্ষ্য দেওয়ায় কাজীসহ ৩ জনের বিরুদ্ধে গত বছরের ১০ নভেম্বর ফৌজদারি মামলা দায়ের করেন আদালত। সাঘাটা পারিবারিক আদালতের বিচারক কাউসার পারভীন স্বতঃপ্রনোদিত হয়ে এই মামলা করেন।

মামলার আসামীরা হলেন- গাইবান্ধা পৌরসভার ৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিষ্ট্রার (কাজী) মোহাম্মদ আলী মন্ডল, তার সহযোগী মিলন সরকার এবং জাল কাবিননামার জাবেদা নকল আদালতে উপস্থাপনকারী বিবাদী সাঘাটার মো: লিটন মিয়া।

আদালত সূত্রে জানা যায়, বিবাদী প্রতারণামূলকভাবে তার সাবেক স্ত্রী ও কন্যার দেনমোহর ও ভরনপোষণ না দেওয়ার জন্য স্থানীয় নিকাহ ও তালাক রেজিষ্ট্রার মোহাম্মদ আলী মন্ডল ও তার সহযোগী মিলন সরকার এর সহযোগিতা ও পরস্পর যোগসাজশে কাবিননামার মূল ভলিউম এর পাতা কেটে নতুন পাতা যুক্ত করেন।

বিষয়টি পারিবারিক ১২/১৭ নং মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে বিচারে প্রমাণিত হলে মামলার বিবাদী মো: লিটন মিয়া সহ কাজী ও তার সহযোগীর বিরুদ্ধে আদালত স্বতঃপ্রনোদিত হয়ে একটি ফৌজদারি মামলা দায়ের করেন।

সাঘাটা পারিবারিক আদালতের সেরেস্তাদার অমলেন্দু নাথ গুণ আদেশের সত্যতা স্বীকার করে ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে বলেন, জাল কাবিননামা তৈরী করায় কাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছেন আদালত। এই ঘটনা অসৎ ও প্রতারক কাজীদের জন্য একটা শক্ত বার্তা। ফলে সারাদেশের অনেক কাজীই এ ধরণের অবৈধ কাজ করা থেকে বিরত থাকবেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker