তথ্য প্রযুক্তিফিচারলাইফস্টাইল
মাত্র ২ দিনে দুবাই যাওয়ার ভিসা! এই সুযোগ সীমিত সময়ের জন্য!!
সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাই ভ্রমনের জন্য ’টুরিস্ট ভিসা’ দিচ্ছে আমিরাত সরকার।

বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপত্য বুর্জ খলিফার শহর দুবাই ঘুরে আসার সুযোগ আরও সহজ হয়ে গেলো। শতভাগ নিশ্চয়তায় মাত্র ২ দিনে সংযুক্ত আরব আমিরাতের ভিসা দেওয়া শুরু হয়েছে।
কভিড-১৯ মহামারি কাটিয়ে ফ্লাইট চলাচল শুরুর পর এই ভিসা দিচ্ছে কর্তৃপক্ষ। তবে ভিসা পেতে বাধ্যতামূলকভাবে ‘হেলথ ইন্সুরেন্স সনদ’ জমা দিতে হবে এজন্য গুনতে হবে বাড়তি টাকা। সবমিলিয়ে দুবাই ট্রাভেল ভিসা পেতে জনপ্রতি লাগবে ১১ হাজার পাঁচ শত টাকা, আগে লাগতো সাড়ে ৮ হাজার টাকা।
মাত্র ২ দিনে দুবাই যাওয়ার ভিসা!
- ৩০ দিনের ভিসার জন্য হেলথ ইন্সুরেন্স সনদ’সহ খরচ হবে জনপ্রতি ১১,৫০০ টাকা (পুরুষ)
- ৩০ দিনের ভিসার জন্য হেলথ ইন্সুরেন্স সনদ’সহ খরচ হবে জনপ্রতি ১০,০০০ টাকা (মহিলা)
- ৩০ দিনের ভিসার জন্য হেলথ ইন্সুরেন্স সনদ’সহ খরচ হবে জনপ্রতি ৬,৫০০ টাকা (শিশু)
- ৯০ দিনের ভিসার জন্য হেলথ ইন্সুরেন্স সনদ’সহ খরচ হবে জনপ্রতি ২৮,০০০ টাকা (পুরুষ)
- ৯০ দিনের ভিসার জন্য হেলথ ইন্সুরেন্স সনদ’সহ খরচ হবে জনপ্রতি ২৫,০০০ টাকা (মহিলা)
- ৯০ দিনের ভিসার জন্য হেলথ ইন্সুরেন্স সনদ’সহ খরচ হবে জনপ্রতি ২৫,০০০ টাকা (শিশু)
এ বিষয়ে জনপ্রিয় ট্রাভেল এজেন্সি ইম্প্রভেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির কর্মকর্তা ‘দৈনিক চান্দিনার সময়‘কে বলেন, দুবাই-বাংলাদেশ ফ্লাইট চলাচল শুরুর পর আমরা বেশ কিছু ‘টুরিস্ট ভিসা’র আবেদন পাচ্ছি। দুদিনের মধ্যে সেসব ট্রাভেল ভিসার অনুমোদন মিলছে। আমাদের কাছ থেকে ভিসা নিয়ে নিরাপদ এবং ঝামেলাহীনভাবে দুবাই পৌঁছেছেন যাত্রীরা।
বাংলাদেশ বিমান বলছে, বর্তমান কভিড়-১৯ মহামারির এই সময়ে দুবাই যেতে আরব আমিরাত কর্তৃপক্ষের দেয়া কিছু নিয়মকানুন মানতে হবে। ভ্রমন, রেসিডেন্ট ও ট্রানজিট ভিসাধারীদের যাত্রা শুরুর আগের ৯৬ ঘণ্টার মধ্যে বাংলাদেশ সরকার নির্ধারিত পিসিআর ল্যাব থেকে কভিড টেস্ট করিয়ে ‘কোভিড-১৯ নেগেটিভ’ সার্টিফিকেট নিতে হবে এবং সঙ্গে আটটি প্রিন্ট কপি রাখতে হবে। যেগুলো বাংলাদেশ এবং দুবাই বিমান বন্দর এয়ারলাইনসে জমা দিতে হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন ঃ
Improven Tours and Travel
House 05, Road 17, Block D, Banani 1213 Dhaka, Dhaka Division, Bangladesh
Contact : 01303-871315
Skype: NEEL_FM