জাতীয়

ফেনীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের চেষ্টার ভিডিও ভাইরাল: যুবক গ্রেফতার

ফেনীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের চেষ্টার ভিডিও ভাইরাল: যুবক গ্রেফতার

 

ফেনী শহরতলীর লালপোলে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ২৮ মঙ্গলবার রাতে তৌহিদুল ইসলাম কিরণ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে সড়কের পাশে ঝোপের ভিতর টেনে নিয়ে এক মানসিক ভারসাম্যহীন নারীকে জোরপূর্বক ধর্ষণ করে কিরণ। দু’জন ব্যক্তি এগিয়ে এলে সে দৌঁড়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য সহ কতিপয় মাতব্বররা ধামাচাপা দেয়। সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা পুলিশের এসআই মোতাহার হোসেন ও কাজী গোলাম মহীউদ্দিন অভিযান চালিয়ে কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ি থেকে কিরণকে আটক করেন। কিরণ ওই এলাকার আবু বকরের ছেলে ও লালপোলে গ্রীল ওয়ার্কসপে চাকরী করতো।

 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নুরুজ্জামান জানান, এ ঘটনায় অভিযুক্ত কিরনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker