চান্দিনা
জোয়াগ ইউনিয়নের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কায় ভোট চাইছেন স্থানীয় নেতারা।

জোয়াগ ইউনিয়নের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কায় ভোট চাইছেন স্থানীয় নেতারা।
কুমিল্লা চান্দিনায় নিরলস ভাবে জোয়াগ ইউনিয়নের প্রত্যেক ঘরে ঘরে যেয়ে নৌকা মার্কায় ভোট চাইছেন স্থানীয় আওয়ামীগ যুবলীগ ছাত্রলীগ তাঁতী লীগ নেতা কর্মীরা এতে করে নৌকার বিজয় নিশ্চিত হবে বলে জানান জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা,যুব সমাজের জনপ্রিয় ব্যাক্তি,অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়ের খুব নিকটতম আত্বীয় মোঃ আবদুল বাতেন খাঁন।
বর্তমান সফল দুই দুই বারের জোয়াগ ইউনিয়নের যুবলীগ সভাপতি,যুব সমাজের অহংকার,সাদা মনের মানুষ,সৎ নিষ্ঠাবান,অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়ের বিশ্বস্ত ভ্যানগার্ড,রাজপথের লড়াকু সৈনিক মোঃ জুয়েল মুন্সী বলেন,চান্দিনা উপজেলায় যে উন্নয়ন হয়েছে তা চান্দিনার জনগন উপভোগ করতেছে নৌকা মানেই উন্নয়ন নৌকা মানেই শান্তি,আমার বিশ্বাস চান্দিনার জনগন আবার নৌকা কে বিজয় করবে কারণ চান্দিনায় নৌকার জোয়ার বইছে,আসুন আমরা সবাই নৌকায় ভোট দিয়ে চান্দিনা কে উন্নয়নের জোয়ারে আলোকিত করি।





