Live TV Channels

৪০দিন জামাতে নামাজ আদায়কারী ৯ শিশু-কিশোর পেলো সাইকেল উপহার।

৪০দিন জামাতে নামাজ আদায়কারী ৯ শিশু-কিশোর পেলো সাইকেল উপহার।

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা পূর্বপাড়া বায়তুল আমান জামে মসজিদে ৪০ দিন যাবত তাকবীরে উলার সহিত জামাতে নামাজ আদায়কারী ৯ শিশু-কিশোরকে বাইসাইকেলসহ ৩৪ জনকে উৎসাহমুলক পুরস্কার প্রদান করা হয়েছে।

মিথলমা পূর্বপাড়া বায়তুল আমার জামে মসজিদ মাঠে শুক্রবার বাদ আসর শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মিথলমা গ্রামের প্রবাসীরা ঘোষনা দেন মসজিদে শিশু-কিশোর ও যুবকরা টানা ৪০দিন যাবৎ তাকবীরে উলার সহিত জামাতে নামাজ আদায় করবে তাদেরকে বাই সাইকেল সহ বিভিন্ন উপহার দেয়া হবে। তারই প্রতিশ্রতি মতে সঠিক ভাবে সঠিক সময়ে ৩৪ জন নামাজ আদায় করেন। তাঁদের মধ্যে ৯ জনকে বাই সাইকেল ও বাকীদের স্কুল ব্যাগ, শিক্ষা উপকরন সমগ্রী দেয়া হয়।

পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী সিদ্দিকুর রহমান, জয়নাল আবেদীন, হাজী আবুল হোসেন, আঃ আলীম, পুরস্কার প্রদানের অন্যতম উদ্যোক্তা মাওলানা মাহমুদুল হাসান শাকিল, রুহুল আমিন, নজরুল ইসলাম, আবুল বাশার, সাব্বির বিন আশরাফ, নাজমুল ইসলাম সহ গ্রামের ধর্মপ্রান মুসলমান, যুবসমাজ ও ৪০ দিন তাকবীরে উলার সহীত জামাতে নামাজ শিশু-কিশোরগণ।

উদ্যোক্তারা জানান, শিশু-কিশোরদের মসজিদে নামাজ পড়ানোর আগ্রহ তৈরী করতেই তাদের এই আয়োজন ছিলো। আগামীতেও এই কার্যক্রম চালু থাকবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker