জাতীয়
নির্বাচনে প্রার্থী হবে বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ। আপনাদের স্বাগতম।আবু কাউসার অনিক।

নির্বাচনে প্রার্থী হবে বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ। আপনাদের স্বাগতম।আবু কাউসার অনিক।
বিএনপি জামাতের সন্ত্রাস প্রতিরোধ করতে হবে, ডাকো ছাত্রলীগ।
হরতাল অবরোধ নৈরাজ্য ঠেকিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে, ডাকো ছাত্রলীগ।
জনসভা, গনমিছিল, র্যালী, উঠান বৈঠক, পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল বিলি সফল করতে হবে, ডাকো ছাত্রলীগ।
জনসংযোগ, নির্বাচনী প্রচারণা, ভোটকেন্দ্র পাহাড়া দিতে হবে, ডাকো ছাত্রলীগ।
দলের দুর্দিনে মামলা হামলা জেল জুলুম হুলিয়া ওয়ারেন্ট, ডাকো ছাত্রলীগ।
সুদিন এসেছে, সামনে স্থানীয় সরকার নির্বাচন। উড়ে এসে জুরে বসে আতকা নেতা পেট মোটা বিবেকহীন ধনীর দুলালেরা। এখানে আর ডাক পড়ে না দুর্দিনের হাতিয়ার ছাত্রলীগের।
এগিয়ে আসুন ছাত্রলীগ। হাওলাদ করা নেতা বর্জন করুন। নির্বাচনে প্রার্থী হবে বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ। আপনাদের স্বাগতম।





