জাতীয়

৮০ লাখ টাকাসহ কারা ডিআইজি পার্থ গোপাল বণিক আটক !!

সিলেটের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের বাসা থেকে ৮০ লাখ টাকা টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসাথে তাকে গ্রেফতারও করা হয়েছে।আজ রোববার বিকেলে রাজধানীর ভূতেরগলি এলাকায় পার্থের বাসায় অভিযান চালিয়ে টাকা জব্দ করে।এর আগে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অনিয়ম, দুর্নীতি ও অবহেলায় জড়িত থাকার অভিযোগে বর্তমানে সিলেটের ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক ও জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিককে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।জানা গেছে, অভিযানের সময় পার্থর বাসা থেকে পাশের বাসার ছাদে টাকাভর্তি ব্যাগ ফেলে দেওয়া হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker