রাজনীতি
চান্দিনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এর আগমণ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চান্দিনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এর আগমণ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আকিবুল ইসলাম হারেছঃ
নির্বাচনী প্রচারণায় জাতীয় ২০দলীয় জোট প্রার্থী ড. রেদোয়ান আহমেদ এর ধানের শীষ প্রতীকের প্রচারণায় আগামীকাল চান্দিনায় আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন বলে জানান ২০দলীয় জোট নেতারা।
এ উপলক্ষ্যে চান্দিনায় প্রস্তুতি সভা করেছে ২০দলীয় জোটের নেতা-কর্মীরা।
সোমবার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মিলনায়তনে বিএনপি, এলডিপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ওই প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুর রহমান, উপজেলা এলডিপি নেতা বাচ্চু মিয়া, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া সহ বিএনপি, এলডিপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, ২০দলীয় জোট প্রার্থী ড. রেদোয়ান আহমেদ এর ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা ও জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই জনসভায় প্রধান বক্তার বক্তৃতা করবেন এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। কুমিল্লা উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেডিসি মহাসচিব আব্দুল মালেক রতন। এ উপলক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।





