অপরাধ
সোনাগাজীতে রড নয় বাঁশ দিয়ে কালভার্টে তৈরি হচ্ছে

সোনাগাজীতে রড নয় বাঁশ দিয়ে কালভার্টে তৈরি হচ্ছে
সোনাগাজী সদর ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ড়ের চরখোয়াজ গ্রামে কালভার্টে রড এর পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আরেফিন। স্থানীয় জনগণ ও ওয়ার্ডের মেম্বারের অভিযোগ ইতি পূর্বও দুইবারে এ কালভার্টে জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু কোন কাজ হয়নি,বরাদ্দ কোথায় গেল কেউ জানেনা। গত কাল ৪ জুন বৃহস্পতিবার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী এসে পরির্দশন করে যান এবং ছবি তুলে নিয়ে যান বলে জানায় স্হানীয়রা।





