অপরাধ

চান্দিনা থানা পুলিশ মাদক ব্যাবসায়ী ও ২ জন চোর সহ পরয়ানাভূক্ত ৩ জন আটক

৪কেজি_গাঁজাসহ_০১_জন_মাদক ব্যবসায়ী ও চোরাইকৃত ০১টি টিভি, ০৪টি মোবাইলসেট উদ্ধারসহ ০২জন চোর এবং ০৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।

০৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মামুন(২৫), পিতা-দুলাল মিয়া, সাং-আশরা, জলির চৌকিদার বাড়ী, থানা-দেবিদ্ধার, জেলা-কুমিল্লাকে গ্রেফতার পূর্বক চান্দিনা থানার মামলা নং-৬, তাং-০৫/০৭/২০২১খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) এর সারনি ১৯(ক) রুজু করা হয়।

চান্দিনা থানার মামলা নং-০৭, তাং-০৫/১২/২০২০খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর আসামী ইলিয়াছ ইলু(২২), পিতা-নুরু মিয়া, গ্রাম: বেলাশর(মৃধা বাড়ী), থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

দায়রা-৩৭/০৯, মতিঝিল থাঃ মাঃ নং-১৮(৪)০৯ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ আবু হানিফ রাসেল, পিতা-আঃ মালেক, গ্রাম:চানসার(সেকান্দার হুজুরের বাড়ী), থানা-চান্দিনা, জেলা-কুমিল্লার পরোয়ানাটি অন্যান্য ভাবে নিস্পত্তি।

শাহজাহানপুর ১০(১০)১৮, দায়রা- ১৮৫/১৯ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ আবু হানিফ মিয়া (৩২), পিতা- মোঃ আঃ মালেক, মাতা- মৃত অফুলা বিবি, গ্রাম: চানসার, চান্দিনা, কুমিল্লার পরোয়ানাটি অন্যান্য ভাবে নিস্পত্তি।

সিআর-২০২/২০, ধারা-৪০৬/৪২০পিসি এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ ইয়াসিন খাঁন(২৫), পিতা-মোঃ বাবুল খাঁন, মাতা-জাহেনারা বেগম, গ্রাম:গল্লাই, পোঃ-গল্লাাই, থানা-চান্দিনা, জেলা কুমিল্লার পরোয়ানাটি রিকল মূলে নিস্পত্তি।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker