জেলার খবর

মেয়র কে ধরতে গিয়ে বাড়িতে পাওয়া গেল ছোটখাটো অস্ত্রাগার। চারটা আগ্নেয়াস্ত্র,মাদক এবং নগদ কোটি টাকা।

#কেঁচো_খুড়তে_সাপ
রাজশাহীর আড়ানীর পৌর মেয়র মুক্তার। নিজেকে শেঠ মনে করতেন। এলাকার ডন। কাল রাতে মদ খেয়ে একজন কলেজ শিক্ষককে মারধর করলেন। থানায় মামলা হলো। তাকে ধরতে গিয়ে বাড়িতে পাওয়া গেল ছোটখাটো অস্ত্রাগার। চারটা আগ্নেয়াস্ত্র,মাদক এবং নগদ কোটি টাকা।
Masud Hossain স্যারের নেতৃত্বে অপ্রতিরোধ্য রাজশাহী জেলা পুলিশ। ব্যাচমেট Asraful Alam Titu ছিলেন অপারেশনাল কমান্ডার। ছোটভাই রুবেলও সাথে ছিল। বাঘা থানার ওসি নজরুল ইসলাম নিঃসন্দেহে সাহসিকতার পরিচয় দিলেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker