চান্দিনা

চান্দিনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের পিটুনিতে ৫জন আহত

চান্দিনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের পিটুনিতে ৫জন আহত

কুমিল্লার চান্দিনায় জমি সংক্রান্ত বিরোধ জেরে একই পরিবাবের এক নারী সহ ৫জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা । এর মধ্যে ২জনের অবন্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে বুধবার( ৩০জুন) ভোর ৬টায় চান্দিনা
উপজেলার মাইজখার ইউনিয়নের আওড়াল গ্রামে।
আহতদের স্বজনরা জানান, একই বাড়ির মোস্তফা ড্রাইভার এবং তার ভাই কবির সহ ১০/১৫জন মিলে আহত মোজাফ্ফর হোসেনের দখলীয় জায়গা জোর করে বেড়া দিয়ে দখল করে। এসময় তারা বাধা দিলে অতর্কীতভাবে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটাতে থাকে। এতে মোজাফ্ফর হোসেন(৫৫) তার স্ত্রী মিনোয়ারা(৪৫), ছেলে আনোয়ার, ভাগিনা ওবায়েদ উল্লাহ এবং ভাতিজা গোলাম মোস্তফা আহত হয়। সবজনরা প্রথমে আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কুমিল্লা সদর হাসপাতালে রেফার করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker