জাতীয়

ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিতের পরিপত্র জারি

ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিতের পরিপত্র জারি

ডেস্ক নিউজ :-

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিতের বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এক পরিপত্র জারি করা হয়,পরিপত্রে বলা হয়েছে, যত দিন নির্বাচন অনুষ্ঠিত হবে না তত দিন বর্তমান পরিষদই বহাল থাকবে। অর্থাৎ বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা তাদের দায়িত্ব পালন করে যাবেন।

পরিপত্রে আরও বলা হয়, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় জনসমাগম এড়ানোর লক্ষ্যে ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ এবং শিগগিরই মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ১০১ ধারা মোতাবেক বিদ্যমান পরিষদসমূহকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এ বছরের ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১১ এপ্রিল এসব ইউপির নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় ওই নির্বাচন স্থগিত করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker