চান্দিনা

চান্দিনার বাগুর শান্তিনগরে দুর্ধর্ষ চুরি; নগদ অর্থসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট

চান্দিনার বাগুর শান্তিনগরে দুর্ধর্ষ চুরি; নগদ অর্থসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট

 

কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী বাগুর শান্তিনগর এলাকায় একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। রবিবার (২৭ জুন) গভীর রাতে ওই ঘটনা ঘটে। এসময় নগদ ৪০ হাজার টাকা ও স্বর্ণালংকার সহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ওই চুরির ঘটনায় বাসার মালিক রতন রবিদাস বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অভিযোগে জানা যায়, গত ২৭ জুন গৃহকর্তা রতন রবি দাস সহ পরিবারের সদস্যরা তাদের বাসায় তালা দিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। রাতের কোন এক সময় বাসার দ্বিতীয় তলার সিঁড়ির টিনের শেড কেটে বাসায় প্রবেশ করে। এসময় নগদ ১০ হাজার টাকা প্লাস্টিকের ব্যাংকে থাকা ৩০ হাজার টাকা, ৩ টি স্বর্ণের চেইন, ৪টি আংটি, ৪টি নাকফুল লুটে নেয় দুর্বৃত্তরা।

এব্যাপারে দেবিদ্বার থানার এস.আই ওমর ফারুক জানান, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির বিষয়টি সত্য। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker