চান্দিনা
চান্দিনায় ২৭শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার ছয়ঘড়িয়া এলাকায় ২৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা মডেল থানা পুলিশ।সোমবার (৬ মে) উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় পালমী সুজ ফেক্টরীর সামনে ঢাকাগামী ইউনিক পরিবহন যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক আহমেদ (৩৫) কে আটক করা হয়।চান্দিনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল ফয়সল এর নেতৃত্বে এস,আই মোঃ মনিরুল ইসলাম চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে।আটক হওয়া মাদক ব্যবসায়ী গুলশান মধ্য বাড্ডার বাসিন্দা মোঃ ফয়েজ বক্সের ছেলে ফারুক আহমেদ।এ ব্যাপারে চান্দিনা মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।