দাউদকান্দি

৭৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সংকেথাইন (২৩) কে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা

#করোনা_যুদ্ধের_সাথে_চলছে_মাদকের_বিরুদ্ধে_অভিযান_৭৫০_পিস_ইয়াবাসহ_মাদক_ব্যবসায়ী_সংকেথাইন_গ্রেফতার।

কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, দাউদকান্দি মডেল থানার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মোস্তফা কামাল ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে ৭৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সংকেথাইন (২৩) কে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ ।

এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker