অপরাধ

খাগড়াছড়িতে সেনা অভিযানে ৬ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়িতে সেনা অভিযানে ৬ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ

আব্দুর রহিম, খাগড়াছড়ি:

পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

২৭ এপ্রিল মঙ্গলবার রাতে সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা গুইমারা সাবজোন কমান্ডার মেজর মোঃ জাহিদুন্নবী চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি, বড়পিলাক ৫ নাম্বার, পশ্চিম বড়পিলাক ও বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে এসব অবৈধ কাঠ জব্দ করে।

এতে বিভিন্ন প্রজাতির ১২শ সিএফটি যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে জানান সূত্রটি। আটককৃত কাঠ জালিয়াপাড়া বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলা করা হয়েছে বলে জানান বন কর্মকর্তা মোঃ আনোয়ার হাসেন।

বনাঞ্চল রক্ষায় সেনা অভিযান অব্যাহত থাকবে জানিয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক বলেন, অবৈধ কাঠ পাঁচারের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা।

প্রসঙ্গত, এর আগে গত ২৫ এপ্রিল গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা ৪টি কাঠের ডিপোতে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৪৬৩৫ সিএফটি অবৈধ কাঠ জব্দ করে মাটিরাঙ্গা সেনা জোন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker