অপরাধ

আদালতে বিচারাধীন বিষয় নিয়ে সালিশ: নিঃশর্ত ক্ষমা চাইলেন সংশ্লিষ্ট থানার ওসি

আদালতে বিচারাধীন বিষয় নিয়ে সালিশ: নিঃশর্ত ক্ষমা চাইলেন সংশ্লিষ্ট থানার ওসি

কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন কবির আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানপূর্বক আদালতের নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। এর আগে গত ১৫ই জুন (মঙ্গলবার) দেওয়ানি আদালতে বিচারাধীন জমিজমা সংক্রান্ত একটি মামলার বিষয়বস্তু নিয়ে সালিশের আয়োজন করে সেখানে বাদীকে জোরপূর্বক উপস্থিত করার অভিযোগে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেন নাগেশ্বরী সিনিয়র সহকারী জজ আদালত।

আজ বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে আদালতের কার্যক্রম শুরু হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদালতে তার লিখিত বক্তব্য দাখিল করেন বলে আদালতের বেঞ্চ সহকারী হামিদুল ইসলাম সূত্রে জানা যায়। এসময় আদালত থানায় এ ধরনের সালিশ আয়োজন করা থেকে বিরত থাকতে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবিরের দাখিলী লিখিত বক্তব্য পর্যালোচনায় আদেশের জন্য আদালত চলতি মাসের ২৯শে জুন পরবর্তী তারিখ ধার্য করেছেন বলে বেঞ্চ সহকারী নিশ্চিত করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker