চান্দিনা
প্রবাসী কল্যাণ কার্ডের সুবিধা সমূহ

প্রবাসী কল্যাণ কার্ডের সুবিধা সমূহ
যাদের এই কার্ড আছে, তাদেরকে নতুন করে ওয়েজ অনার্স কল্যান বোর্ডের সদস্যের জন্য আবেদন করতে হবে না,
এটাই ওয়েজ অনার্স কল্যান বোর্ডের সদস্য কার্ড,
সুবিধা সমূহ হলো,
১/আপনার সন্তান যদি পড়ালেখা করে তাহলে উপবৃত্তি জন্য আবেদন করতে পারবেন,
২/আপনি যদি প্রবাসে মারা যায় তাহলে এয়ারপোর্টে থেকে ৩৫ হাজার টাকা দাফন এবং যাতায়াত বাবদ দেওয়া হবে,
৩/এক কালীন ৩ লক্ষ টাকা পাবেন,
৪/প্রবাসী কল্যান ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বা বাড়ি করতে পারবেন,
৫/প্রবাসে আপনার যদি কোন এক্সিডেন্ট এর কারনে পঙ্গু হয়ে যান তাহলে দেশে গেলে আর্থিক সহযোগীতা পাবেন।





