দেবিদ্বার
কুরছাপে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা

মো. আবদুল বাতেন
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার দেবীদ্বার উপজেলার কুরছাপে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার ১২ (এপ্রিল) সকাল ৯ টা থেকে একটানা দুপুর ১টা পর্যন্ত কুরছাপ উচ্চ বিদ্যালয়ে ওই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় তিনজন ডাক্তার ও তাদের সহকর্মীদের সহযোগীতায় ২৫৪ জন চক্ষু রোগীর প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা, চশমা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। তাদের মধ্যে থেকে ৭১ জন ছানী রোগীকে বাছাই করে অপারেশনের জন্য কুমিল্লা আলেখারচর বিশ্ব রোড চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
অগ্রদূত কর্মজীবি কৃষি সমবায় সমিতির ব্যবস্থাপনা ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি কুমিল্লা‘র পরিচালনায় এই চিৎকিসা সেবা প্রদানের ব্যবস্থা করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ।