চান্দিনা

চান্দিনা বাজারের যানজট নিরসনে মতবিনিময় সভা

চান্দিনা বাজারের যানজট নিরসনে মতবিনিময় সভা

 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

 

কুমিল্লার চান্দিনা বাজারের যানজট নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২ ফ্রেরুয়ারী) চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।

 

বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম।

 

এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বাজারের ইজারাদার মো. জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী মো. শামিম হোসেন, ঔষধ ব্যবসায়ী বাদল কর, চান্দিনা বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাহারুল ইসলাম, ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম, মো. আলী হোসেন, চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা অনয় কুমার ঘোষ। এতে চান্দিনা বাজারের ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker