চান্দিনাজাতীয়

চান্দিনা উপজেলা নির্বাহি অফিসার স্নেহাশিস দাশ এর জন্য দোয়া কামনা করেন কাউন্সিলর।

চান্দিনা উপজেলা নির্বাহি অফিসার স্নেহাশিস দাশ। তিনি আমার দেখা পরিশ্রমী সৎ ও মেধাবী অফিসার। আমি তার সবাঙ্গীন মঙ্গল কামনা করি।করোনা ভাইরাস মোকাবেলায় চান্দিনা উপজেলা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রত্যন্ত অঞ্চলে ছুটে চলছে নিরলস ভাবে প্রতিনিয়ত।চান্দিনার হতদরিদ্র ও নিম্ম আয়ের পরিবাররা যখনি মোবাইল নাম্বারে কল বা এসএমএস দিয়ে বার্তা পাঠায় তিনি নিরলসভাবে মানুষকে ঘরে রাখতে হতদরিদ্র ও নিম্ম আয়ের মানুষদের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা।করোনার বিরুদ্ধে যুদ্ধে অগ্রসৈনিক একজন তিনি আমরা চান্দিনাবাসী গর্বিত এমন একজন মানবিক অফিসার পেয়ে,

তিনি যেভাবে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন,আমি নিশ্চিত আপনার এ কাজের মূল্যায়ন একদিন হবেই হবে। স্যার আপনি সাধারণ মানবিক গুনের অধিকারী একজন মানুষ।এরূপ কৃত্রিমতা বিবর্জিত অকুতোভয় মানুষ সমাজে খুবই বিরল,স্যারের সুস্বাস্থ্য কামনা করি  এমনি এক বার্তায় চান্দিনা পৌরসভা আওয়ামীলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবলীগের বিপ্লবী সভাপতি বিশিষ্ট সমাজসেবক সৎ নিষ্ঠাবান চান্দিনার পৌরসভার ৭ নং ওয়ার্ডের মানবতার ফেরিওয়ালা মানবিক কাউন্সিলর আব্দুস ছালাম চান্দিনার সময় প্রতিনিধির কাছে অভিমত ব্যাক্ত করেন এবং তিনি   মনে প্রাণে বিশ্বাস করেন ইনশাআল্লাহ একদিন সবকিছুর অবসান ঘটাবে।

জনাব আব্দুস ছালাম কাউন্সিলর উপজেলা নির্বাহি অফিসার স্নেহাশিস দাশ এর দ্রুত  সুস্থতা কামনা করেন এবং চান্দিনাবাসীর কাছে  উপজেলা নির্বাহি অফিসার স্নেহাশিস দাশ এর জন্য সবাইর কাছে দোয়া কামনা করেন।

জনাব আব্দুস ছালাম কাউন্সিলর বলেন চান্দিনায় দিনদিন করোনা ভাইরাস মহামারী আকারে ধারণ করতেছে তিনি বিনীতভাবে আহবান করেন আপনারা সবাই ঘরে অবস্থান করুন এবং অযথা কেহ ঘুরাঘুরি করবেন না এবং সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আপনারা সবাই পালন করুন আল্লাহ আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন আমিন।

Tags
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker