রাজনীতি
চান্দিনার বেলাশ্বরে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

চান্দিনার বেলাশ্বরে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ কাউসার আহমেদ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ডে বেলাশ্বর মধ্যপাড়া মতি মিয়ার বাড়িতে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রবিবার (৯ ডিসেম্বর) রাতে বেলাশ্বর গ্রামে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. মতি মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- এফবিসিসিআই সহ-সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে পৌর স্বেচ্ছাসেবলীগ নেতা হাবিবুর রহমান জনির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, কাউন্সিলর সুরুজ ভুইয়া, কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, কাউন্সিলর আকতার আহমেদ নাদিম, উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সি, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মিনোয়ারা বেগম, নাছরিন আক্তার, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম মুন্সি প্রমুখ। পরে এলডিপি নেতা মো. রোবেল এর নেতৃত্বে ১৫-২০ জন নেতা আওয়ামীলীগে যোগদান করেন।





