চান্দিনা
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; জরিমানা

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; জরিমানা
।। মো. আবদুল বাতেন।।
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ। আদালতকে সহযোগিতা করেন চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল সহ থানা পুলিশ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ জানান- চান্দিনায় এ পর্যন্ত ১৭জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৬জনের বাড়িই চান্দিনা পৌর এলাকায় এবং বাজারের আশ-পাশের বাসিন্দা। ইতিমধ্যে চান্দিনা উপজেলাকে ‘রেড জোন’ ঘোষনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া পৌরসভার বাজারসহ ৩টি স্থানকে আমরা ‘হট স্পট’ হিসেবে ঘোষণা করে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। কিন্তু অনেক ব্যবসায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।





