
আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর জাস্টিন ট্রুডোর মধ্যে আসল পার্থক্যটা কি জানেন?
ট্রুডো, সভ্য জনগন এবং ধনী রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অসভ্য জনগন এবং গরীব রাষ্ট্রের প্রধানমন্ত্রী।
দেশের এই ক্রান্তিকালেও মমতাময়ী শেখ হাসিনা একা।
না আমরা জনগণ তাঁর কথা শুনি,না তাঁর মন্ত্রী-এমপিরা।আর এলাকার গুটিকয়েক নামধারী উঠতি নেতাগুলোতো ব্যস্ত গরীবের চাল চুরি করা নিয়ে।(সবাই নন)
তবুও অসংখ্য বেঈমানদের নিয়ে,অসভ্য জনগন নিয়ে,
উনি যেভাবে দেশটাকে এক হাতে পরিচালনা করছেন তা আর কোনো দেশের প্রধানমন্ত্রী পারবে কিনা জানা নেই।🙂
ভালো থাকুক শেখ হাসিনা,দীর্ঘজীবি হোক শেখ হাসিনা।
ভালো থাকুক আমাদের সোনার বাংলা।





