আন্তর্জাতিককুমিল্লা সদর

বরুড়া মেয়ে কণ্ঠশিল্পী ডা. নার্গিস আক্তার পলিনের আজ ৪০ তম জন্মদিন

বরুড়া মেয়ে কণ্ঠশিল্পী ডা. নার্গিস আক্তার পলিনের আজ ৪০ তম জন্মদিন

 

আজ ২৩শে মে। ১৯৮০ সালে আজকের এইদিনে জন্মগ্রহণ বরুড়া উপজেলা ভবানিপুর ইউনিয়নের জালগাঁও গ্রামের মরহুম মোঃ মনসুর আলী’র বড় মেয়ে ডা. নার্গিস আক্তার পলিন।তিনি শিক্ষাজীবন শুরু আওয়ার লেডি ফাতেমা গার্লস হাই স্কুল থেকে শুরু বহু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়া-লেখা করেছেন। বাবা বদলি জনিত কারণে। বাবা ছিলেন সচিব। কক্সবাজার থেকে এসএসসি ও নোয়াখালী থেকে এইচএসসি শেষ করেন।পরবর্তি তিনি রাশিয়ান এস্ট্রেট মেডিকেল ইউনিভার্সিটি (মস্কো) থেকে এমবিবিএস শেষ করেন। বর্তমানে তিনি লন্ডন হেল্প ডেস্ক একজন চিকিৎসক হিসাবে কর্মরত আছেন। সেখানে তিনি একজন সফল চিকিৎসক হিসেবে বেশ পরিচিত।১৩ই জুলাই, ২০০১ সালে প্রকৌশলী এস এম খসরু সাথে বিয়ার পীড়েতে বসেন। স্বামি-স্ত্রী দুইজনে লন্ডনে বসবাস করেন। পারিবারিক জীবনে দুই কন্য সন্তানের জননী।মি. পলিন পাশাপাশি একজন কণ্ঠশিল্পী। তিনি ছোটবেলা থেকে গান গায়তেন। কিন্তু গতবছর ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কণ্ঠশিল্পী পাতায় নাম বসান “রং” গান গেয়ে। যে গানে অভিনয় করেছেন তার ছোট বোন চিত্রনায়িকা নিপুণ। গানটি উদ্ভোধনীয় অনুষ্ঠানে উপস্থিতিত ছিলেন বাংলাদেশের জাতীয়  সংসদের স্পিকার ডা.  শিরিন শারমিন চৌধুরী। এইগানে ব্যায় হয়েছে ৩০ লাখের উপর।ডা. নার্গিস আক্তার পলিনের ছোট বোন হলেন বাংলাদেশ চলচিত্র জগতে দুইবার জাতীয় পুরুস্কার প্রাপ্ত অভিনেত্রী নিপুণ। বাবা ছিলেন সাবেক সচিব। দাদা হাজী আলী আশরাফ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker