শিক্ষাঙ্গন
চান্দিনায় কয়েক দিন ধরে বলাৎকার করছে শিক্ষক, বাড়ি এসে বাবাকে বলল ছেলে:মাদ্রাসা শিক্ষক আটক

চান্দিনায় কয়েক দিন ধরে বলাৎকার করছে শিক্ষক, বাড়ি এসে বাবাকে বলল ছেলে:মাদ্রাসা শিক্ষক আটক
কুমিল্লার চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করার অভিযোগে সাইদুর রহমান (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ মে) রাতে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর সিরাজুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদ্রাসা শিক্ষক সিরাজুল ইসলাম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সানোখালী গ্রামের নূরুল আমিন এর ছেলে। এ ঘটনায় ভ‚ক্তভোগী শিক্ষার্থীর পিতা রজ্জব আলী বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।
চান্দিনার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর সিরাজুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসার নাজেরা বিভাগে অধ্যয়ণরত শিক্ষার্থী (১০) কে ভয় দেখিয়ে কয়েকদিন যাবৎ বলাৎকার করে আসছে। ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে মাদ্রাসায় আসতে রাজি না হওয়ায় সন্দেহ জাগে। পরবর্তীতে ছেলের মুখে ওই ঘটনা শুনে থানায় লিখিত অভিযোগ করেন রজ্জব আলী।





