আন্তর্জাতিক

পাকিস্তানে ১০০ বোমা ফেলতে চান রাখী সাওয়ন্ত

পাকিস্তানে ১০০ বোমা ফেলতে চান রাখী সাওয়ন্ত

 

ভারত-পাকিস্তানের উত্তেজনার মাঝে আবারও শিরোনামে এলেন রাখী সাওয়ান্ত। দুই দেশের উত্তেজনা যখন তুঙ্গে, তখন রাখী সাওয়ন্ত বললেন, তিনি নাকি পাকিস্তানে গিয়ে ৫০-১০০ বোমা মেরে আসতে চান।

 

পুলওয়ামা হামলার পর ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে তার প্রশংসা করে বলিউডের এই অভিনেত্রী বলেছেন, ‘মোদীজি যা করছেন, ঠিক করছেন। ওনাকে আমি সাপোর্ট করি। উনি যা করার করছেন।’

 

রাখি আরো বলেছেন, ‘আমি দেশের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারি। পাকিস্তানে ঢুকে ৫০-১০০টা বোমা ফেলে দিয়ে ধ্বংস করে আসতে চাই।’

বিডি প্রতিদিন

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker