আন্তর্জাতিকজাতীয়রাজনীতি
রাজনীতিটা শুধু রাজনীতিবিদদের হাতেই শোভা পায়, অন্য কারো হাতে নয়।

মহামান্য রাষ্ট্রপতি যতার্থই বলেছেন। বাংলাদেশে দল ভারী করার জন্য অরাজনৈতিক হাইব্রিড ও কাউয়া আমদানি যখন তুঙ্গে, তখন এ বক্তব্য তাৎপর্যপুর্ন পরিবর্তন আনবে বলেই বিশ্বাস করি। রাজনীতিটা শুধু রাজনীতিবিদদের হাতেই শোভা পায়, অন্য কারো হাতে নয়।
“এতো বছর রাজনীতি করি কিন্তু আমি যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক হতে চাই, পারব না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শেষ করে অনেকে রাজনীতিতে আসতে চান, সরকারি আমলারাও চান, সেনাবাহিনীর অফিসাররাও চান, চিকিৎসকরাও চান, প্রকৌশলীরাও চান। বিষয়টা সকল রাজনৈতিক দলগুলোর ভেবে দেখা উচিত। রাজনীতিতে আসতে চাইলে পাশ করার পর চাকরি না করে রাজনীতিতে চলে আসবেন। হুট করে রাজনীতিবিদ হওয়া ঠিক না।”
মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ
(ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে)।





