চান্দিনা

মাধাইয়া থেকে নবাবপুর দিনের বেলায় সিএনজি ভাড়া ৪০ টাকা কেন?

মাধাইয়া থেকে নবাবপুর দিনের বেলায় সিএনজি ভাড়া ৪০ টাকা কেন?
প্রতিদিন এই ব‍্যস্ততম সড়কে আনুমানিক লক্ষাধিক মানুষের যাতায়ত। অথচ এই সড়কটি এক সময় বাস চলাচল করতো।কালের বিবর্তনে সেটা এখন ইতিহাস। পুনরায় আবার কিছুমাস আগে সততা নামক পরিবহনটি এই রাস্তায় চলার কথা থাকলেও কেন জানি সেটা চলতে দেওয়া হয়নি। নবাবপুর থেকে মহিচাইল পর্যন্ত যেখানে যাক না কেন ২০ টাকা।
আবার মহিচাইল থেকে মাধাইয়া পর্যন্ত ২০ টাকা।
মাধাইয়া থেকে রসুলপুর,জিরুআইশ,রানীচড়া যেখানে নামুক না কেনো ৪০ টাকা ভাড়া গুনতে হয়।
অথচ এটাকে বিশ্বরোড বললে ভুল হবেনা।প্রতিদিন-রাত চাদপুর জেলা,লক্ষীপুর জেলাও নোয়াখালী জেলার গাড়িগুলো এ সড়ক দিয়ে চলাচল করে।যদি পুণরায় বাস সার্ভিস চালু করলে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা হলেও লাগব হতো।
মাধাইয়া টু নবাবপুর, সন্ধ্যার পর
৪০ টাকার ভাড়া ৬০ টাকা,
রাত ১০ টার পর ৮০/১০০ টাকা!!
চমৎকার একটা রাস্তা হয়েছে ,
জিপি উঠানোও বন্ধ!
তাহলে ভাড়া কমছেনা কেনো?
আশা রাখি নতুন নীতি নির্ধারকগনরা
ভেবে দেখবেন!।

ফেইসবুক থেকে সংগ্রহীত

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker