জাতীয়

বিএনপি সমর্থকদের বিক্ষোভে অবরুদ্ধ মির্জা ফখরুল

মনোনয়নবঞ্চিত চাঁদপুরের কচুয়ার বিএনপি নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে গুলশানে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাত আড়াইটার দিকে মির্জা ফখরুল গাড়িতে কোরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যেতে চাইলে তাকে আটকে দেন বিক্ষুব্ধ কর্মীরা। রাস্তায় বসে তারা মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্লোগান দেন।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রাত ৩টার দিকে খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীরা সিএসএফ (চেয়ারপার্সনস সিকিউরিটি ফোর্স) একটি মানববেষ্টনী তৈরি করে তাকে ঘিরে গুলশান-২ নম্বর চত্বরের দিকে নিয়ে যান। সে সময় মির্জা ফখরুলের ব্যক্তিগত গাড়িটি কার্যালয় থেকে খালি বেরিয়ে মূল সড়ক থেকে ফখরুলকে তুলে নিয়ে যায়।

 

এর আগে সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মী সমর্থকরা আন্দোলন করে। মধ্যরাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেট ভেঙে তারা কার্যালয়ের ভেতর প্রবেশের চেষ্টা করে। গেটের অপর পাশ থেকে সিএসএফের কর্মকর্তারা প্রতিরোধ গড়ে তোলে।

 

বিক্ষোভ থামাতে কার্যালয়ের ভেতর থেকে মাইকে বার বার অনুরোধ জানানো হয়। কিন্তু মহাসচিবের আহ্বানে সাড়া না দিয়ে কার্যালয়ের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে কার্যালয়ের বেলকনির থাইগ্লাস ভেঙে যায়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker