রাজনীতি
চান্দিনার জামিরাপাড়ায় ড.রেদোয়ান আহমেদ এর উঠান বৈঠক

চান্দিনার জামিরাপাড়ায় ড.রেদোয়ান আহমেদ এর উঠান বৈঠক
শাহেদুল আলম ইমরানঃ
চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামিরাপাড়ায় শুক্রবার(৭ ডিসেম্বর) বিকাল ৫ টায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন এলডিপি নেতা আম্বর আলী এর সভাপতিত্বে ও উপজেলা গণতান্ত্রিক ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন সাক্কুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপি মহাসচিব ড.রেদোয়ান আহমেদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইন্জিনিয়ার মফিজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মহিচাইল ইউপি সাবেক চেয়ারম্যান সামছুল হক মাষ্টার,মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান,প্রভাষক জসিম উদ্দিন,স্থানীয় নেতা আইয়ুব আলী মাষ্টার,মুশু মেম্বার,আহম্মদ মুহুরি,হুমায়ুন মুহুরি,সাইফুল ইসলাম,উপজেলা গণতান্ত্রিক ছাত্রদল আহ্বায়ক রাজিব আহমেদ ভূইয়া,জাকির হোসেন,তোখোর গণতান্ত্রিক ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।
বৈঠকে বক্তারা বলেন-“আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্ববপূর্ণ। ভোট হচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য আমানত।কিন্তু পরিতাপের বিষয় নির্বাচন আসলে সামান্য স্বার্থ হাসিলের লোভে আমরা অযোগ্য প্রার্থীকে নির্বাচিত করি,যার ফলে আমাদের কাঙ্খিত উন্নয়ন হয়না। সমাজের মধ্যে বিশৃঙ্খলা,অন্যায়,পাপাচার,মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদে সয়লাভ।তাই সমস্ত মানব রচিত মতবাদকে পিছনে ফেলে সুষ্ঠ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে মুক্তিযোদ্ধার স্বপক্ষ ব্যক্তিত্ব সৎ ও যোগ্য প্রার্থী ড.রেদোয়ান আহমেদ কে নির্বাচিত করুন।সংসদে ড.রেদোয়ান আহমেদ গেলে এই চান্দিনা শান্তিপূর্ন শহরে পরিণত হবে। উন্নয়নের রোল মডেল হবে চান্দিনা।চান্দিনাতে থাকবেনা কোন সন্ত্রাস,চাঁদাবাজ,মাদক,জঙ্গীবাদ।হিন্দু মুসলিম ভাই কাধে কাধে মিলিয়ে তরুন সমাজকে সাথে নিয়ে বেকারত্ব মুক্ত চান্দিনা, চাঁদাবাজ মুক্ত চান্দিনা ও শান্তিপ্রিয় চান্দিনা গড়ে তুলবেন তিনি। ”





