
আছমা আক্তার(লাকী) জোয়াগের ১’২’৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদে লড়বেন, দোয়া ও সমর্থন চান।
নিউজ ডেক্সঃ কৈলাইন প্রতিনিধি।
কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১’২’৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার পদে লড়বেন ১,২,৩ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবিকা,গরীবের শেষ আশ্রয়স্থল, জনাবা আছমা আক্তার (লাকী)
মহিলা মেম্বার প্রার্থী জনাবা আছমা আক্তার লাকী বলেন, আমি জনগণের ভালোবাসার ভিক্ষুক,আমার কোন চাওয়া পাওয়া নেই শুধুমাত্র বাকিটা জীবন জনগণের সেবক হয়ে সেবা দিতে চাই।
মেম্বার পদপ্রার্থী জনাবা আছমা আক্তার লাকী তিনি ১’২’৩ ওয়ার্ডের জনগণের দোয়া ও সমর্থন চান